কুষ্টিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেন

শেয়ার করুন

আজ ২ অক্টোবর ২০২৩,।। কুষ্টিয়ায় “দি হাঙ্গার প্রজেক্ট “
বাংলাদেসের মিপস প্রকল্পের আওতায় সংহতি নয় ঐক্যের বাংলাদেশ চাই। আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় মানববন্ধন শেষে চিলি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কুষ্টিয়া সদর কুষ্টিয়ার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর আয়োজনে আলোচনা সভা শুরুতে পরিপত্র পাট করেন,
সাবেক প্রাধান শিক্ষক খালেদা শিরিন,
দিবস শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে অহিংসার বার্তা প্রচার করা । ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা এবং অহিংসার দর্শন ও কৌশলের প্রবর্তক মহাত্মা গান্ধীর জন্মদিনে পালন করা হয়।গান্ধীজির স্মরণে প্রতিষ্ঠিত ১৫ ই জুন ২০০৭ সালের সাধারণ অধিবেশনের সংকল্প অনুসারে,আন্তর্জাতিক দিবসটি হল “শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে অহিংসার বার্তা প্রচারের জন্য সচেতনমহলকে এগিয়ে আসতে হবে। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খাতের আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক মোঃ আকমল হোসেন, মোঃ মঈন উদ্দিন,
কুষ্টিয়া জেলা শাখার সুজন এর সভাপতি ইকবাল হোসেন মিঠু, কুষ্টিয়া সিডিএল টাস্ট্র এর নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা, দৈনিক মুক্তমঞ্চ এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, কুষ্টিয়া জেলা গণতন্ত্রী পার্টির নারী নেত্রী তাজনিহার বেগম,
এড. মিলনউর রশিদ,এম আই পি এস প্রজেক্ট এর ফিল্ড কোঅডিনেটর আশরাফুজ জামান,রূপ কথা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ফারজানা ববি রুমা, সহকারী দলিল লেখক আতিয়ার রহমান, চাতক, সানোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *