সাংবাদিক বিপ্লব কে মুঠোফোনে হত্যার হুমকি দৌলতপুর থানায় ডায়রি
দৌলতপুর উপজেলা প্রতিনিধি।। কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিক বিপ্লব (২৯) কে অজ্ঞাতনামা ব্যাক্তি তার মুঠোফোনে বারবার নাম্বার পরিবর্তন করে অপহরণ ও হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিক বিপ্লব বলেন দৌলতপুর থানাধীন বৈরাগীর চর বাজারে সংবাদ সংগ্রহ জন্য অবস্থান করিতে ছিলাম। সেই সময় বারংবার ফোন কেটে দিলে ঘাতক আমাকে তাহার পরিচয় না দিয়ে আমাকে খুন জখম করিবে বলে বারবার হুমকি দেয়। সাংবাদিক বিপ্লব আরো বলেন ঘাতক ব্যক্তিকে চিনিনা।এই মুহূর্তে কাউকে সন্দেহ করিতে পারছি না এমতাবস্থায় বিষয়টি দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি ভুক্ত করেন যার নং ৬২৭ তারিখ ১২/১০ /২০২৩।