সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা টুকু আহত
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া শাখার সভাপতি, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রাক্তন সভাপতি, সচেতন নাগরিক কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ রফিকুল আলম টুকু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি গত সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় শহরের কাসেম’স ক্লিনিকের সামনে ইট বিছানো রাস্তায় মোটর সাইকেল চালানোর সময় পড়ে যেয়ে পায়ে আঘাত পান। আগামী শনিবার তার পায়ে অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে।