ভেড়ামারায় ১০জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

শেয়ার করুন

আজ ৩ নভেম্ববর ২০২৩,# কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকালে ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী, শিশু ও বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি মিথুন উর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, উপজেলা আইসিটি অফিসার আলমগীর হোসেন, আমিরুল ইসলাম মান্নান,কামরুল ইসলাম মনা, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ। একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। গরীব অসহায় দুঃস্থ মানুষের সার্বিক সহযোগীতা করে থাকে এই প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় অসহায় দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এই হুইলচেয়ার প্রাপ্ত অসহায় শারীরিক প্রতিবন্ধীরা চলাচলের মত একটি অবলম্বন পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছেন। তাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে আনন্দের চিহ্ন। হুইলচেয়ার পেয়ে আজ তারা বেজায় খুশি। অনুষ্ঠান স্থলে তারা এলো মাটিতে ছেচড়ে হাতের উপরে ভর করে অনেক কষ্ট করে। কিন্তু অনুষ্ঠান থেকে যাওয়ার সময় তারা সবাই নিজ নিজ হুইলচেয়ারে করে নতুন এক জীবন লাভের মত সন্তুষ্ট চিত্তে তাদের নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়েছে। তাদের পরিবার একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *