কুষ্টিয়ায় চারটি আসনে ৪৬ জনের মধ্যে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন

কুষ্টিয়ায় চারটি সংসদীয় আসনে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আজ সোমবার জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে যাচাই-বাছাই শেষে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ২৯জন প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। ৪টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈকিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। ঋণ খেলাপী,এক শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলা ও শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করতে না পারাসহ বিভিন্ন কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এরমধ্যে কুষ্টিয়া-১ আসনে ৪জন,কুষ্টিয়া-২আসনে ৬জন,কুষ্টিয়া-৩ সদর আসনে ৪জন এবং কুষ্টিয়া-৪ আসনে ৩জন। তবে ৫ থেকে ৯ ডিসেম্বর এর মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকছে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *