কুষ্টিয়া প্রেসক্লাবে ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কুষ্টিয়ায় ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী জামজমকভাবে পালিত হয়েছে। ২৪ ডিসেম্বর রবিবার কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা বিএমএ সভাপতি ডাক্তার এসএম মুস্তানজিদ লোটাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের গাইনী বিভাগের প্রাক্তণ অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ, স্থানীয় দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক ও বিটিভি সাবেক প্রতিনিধি আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু ও জাতীয় পার্টি ( জেপি) খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন। সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি নূর আলম দুলাল, জনকন্ঠ প্রতিনিধি এমএ রকিব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক মুজিবুল শেখ, এনামুল হক, ডেইলী সান এর কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা,বেশাখী টিভি প্রতিনিধি রবিউল ইসলাম দোলন,সাংবাদিক হায়াদার আলী, রাজু আহম্মেদ,বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মনিরুল আনাম প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক মহান মুক্তিযুদ্ধের মুখপত্র ও গন-মানুষের পত্রিকা। দেশ ও জনগনের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় ইত্তেফাক সব সময় অবিচল। শুধুমাত্র একটি পত্রিকা হিসাবে বিবেচনা করলে চলবেনা, এটি একটি ইন্সটিটিউটও বটে। সত্য সংবাদ প্রকাশে কখনো আপোষ কিংবা ভয়-ভীতির কোন তোয়াক্কা করেনি ইত্তেফাক। দেশ-বিদেশের অগনিত পাঠকের ভালবাসা অর্জনের মাধ্যমেই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আজও সগৌরবে টিকে আছে পত্রিকাটি। ৭১ বছরে পদার্পন ও গৌরবের সাথে ইত্তেফাকের অবিরত পথচলা দেশের সংবাদপত্র জগতে এক অনন্য দৃষ্টান্ত। নির্ভিক সাংবাদিক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার সাহসী ভুমিকা ও অবদান বিশেষভাবে উল্লেখ করেন বক্তরা। অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় ও স্থানীয়পত্রিকারঅন্যান্য সাংবাদিকসহসুধীজনরাউপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।