কুষ্টিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট এর এমআইপিএস প্রজেক্টের মাধ্যমে পিএফজি (PFG) পুনর্গঠন ও ইয়োথ গ্রুপ (YPAG) গঠন সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠান
কুষ্টিয়ায় “দি হাঙ্গার প্রজেক্ট ” বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় রাজনৈতিক, সাম্প্রদায়িক ও ধর্মীয় সহিংসতা প্রতিরোধের জন্য গঠিত পিএফজি কমিটির পুনর্গঠন করে ও ইয়োথ গ্রুপ গঠন করে ভবিষ্যতে কার্যকরি ভূমিকা রাখার জন্য কুষ্টিয়ার চিলিস রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় এডভোকেট মিলন, রোকনুজ্জামান, জাসদের গোলাম মহসিন, অধ্যাপক মো:আব্দুল মান্নান বাদশা, সাবেক পিএফজি কোঅর্ডিনেটর আসিফ ইকবাল ও বর্তমান কোঅর্ডিনেটর মো:শফিকুল ইসলাম সহিংসতা প্রতিরোধে করনীয় শির্ষক মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
এছাড়া ইয়োথ গ্রুপের সমন্বয় করে মো: আসাদুজ্জামান গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।
সবশেষে এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মো: রাজু জবেদ সহিংসতা প্রতিরোধে একটি সপথ বাক্য পাঠ করান সকল সদস্যদের নিয়ে এবং সার্বিক বিষয় সমন্বয় করেন।
আলোচনার সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান