কুষ্টিয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন মাহবুবউল আলম হানিফ এমপি
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি গতকাল নির্বাচন পরবর্তি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া, পাটিকাবাড়ি, ঝাউদিয়া, ঊজানগ্রাম, গোস্বামী দূর্গাপুর, আইলচারা, বটতৈল ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও আর ফুলে ফুলে ভরে উঠেন তিনি। নির্বাচনের পরে সাধারণ মানুষসহ নেতাকর্মীরা প্রিয় নেতাকে কাছে পেয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং তৃতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। সেই সাথে কুষ্টিয়া সদর উপজেলা সবচেয়ে পিছিয়ে পড়া একটি জনপদকে উন্নয়নের রোল মডেলে পরিণত করায় এবং রক্তাক্ত জনপদ কুষ্টিয়া সদর করে শান্তির জনপদে পরিণত করায় জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রামের সাধারণ মানুষ। এসময় তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসার কাছে ঋণী। আমাকে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আপনাদের সাথে নিয়ে সুন্দরভাবে পালন করতে পারি। আমি মনে করি, আপনাদের এই ভোট আমার কাছে এক একটি আমানত। এই আমানতের যাতে কোন ভাবেই খেয়ানত না হয় সেই প্রচেষ্টা আমার থাকবে। আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের উন্নয়ন অগ্রগতি এবং শান্তি ও কল্যাণে পাশে থাকবো। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরই নির্দেশিত পথে আমি আপনাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাজের মধ্যে কোথাও কোন ত্র“টি থাকলে কিংবা কোন কাজ বাদ পড়লে আপনারা আমাকে সাথে সাথে জানাবেন।এসময় সাথে ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের নেতা ও কর্মীবৃন্দ।