রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত ২০

শেয়ার করুন

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসা শহরে ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে আটজন জরুরি পরিষেবা কর্মী। এছাড়া আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মানুষ। গতকাল শুক্রবার (১৫ মার্চ) ছোড়া ক্ষেপণাস্ত্র কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরীর বেসামরিক অবকাঠামোয় আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে সিএনএন।

এদিন সাময়িক বিরতি দিয়ে দুই দফা হামলা করা হয়। এ সময় জরুরি পরিষেবার জন্য আসা কর্মীরা হামলার শিকার হন। ওডেসার জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র মেরিনা আভেরিনা বলেন, ‘ওডেসায় এই প্রথম দুবার হামলার ঘটনা ঘটেছে।’

তিনি জানান, প্রথম হামলার পর জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ওই সময় দ্বিতীয় দফা হামলা চালানো হয়, তখন আট উদ্ধারকর্মী নিহত হন। 

রাশিয়া জুড়ে যখন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনা তুঙ্গে ওই সময় ওডেসায় এ হামলার ঘটনা ঘটল। এতে পঞ্চম মেয়াদে ক্ষমতায় আসতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ঘটনায় ২০ জন নিহত হওয়ার পাশাপাশি সাতজন জরুরি পরিষেবাকর্মীসহ কমপক্ষে ৭৩ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *