যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ও টর্নেডো। এতে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ)  সন্ধ্যায় দুই মার্কিন অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় তীব্র ঝড়। এ সময় ইন্ডিয়ানায় ৩৮ জন ও ওহাইওতে ২০ জনের বেশি মানুষ আহত হন। খবর সিএনএন।

ওহাইওর লোগান অঞ্চলের পুলিশ কর্মকর্তা রান্ডাল ডডস টর্নেডোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। এতে আমাদের অবিশ্বাস্য ক্ষতি হয়েছে। একটি ইএফ-থ্রি টর্নেডো লোগানে আঘাত হানে। এতে তিনজন নিহত হয়েছেন।’

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন ডডস। 

ওই সব এলাকায় উপড়ে গেছে অনেক গাছ, লণ্ভডণ্ড হয়ে গেছে বৈদ্যুতিক তারের খুঁটি। ফলে সেখানে কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণ ক্যারোলিনার প্রায় ৩০ লাখ মানুষ টর্নেডোর ঝুঁকিতে রয়েছেন। এছাড়া আলবামা ও মিসিসিপির কিছু অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *