জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নতুন কমিটি গঠন

শেয়ার করুন

জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্দেশে এবং তত্বাবধানে জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নতুন কমিটি গঠিত হয়। জেলা প্রশাসকের সহধর্মিনী তানজিনা গালিব (তন্বী) সভাপতি ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নবগঠিত ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন নির্বাহী সদস্য কাজী সামসুন নাহার আলো (সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ), শাহিনা বেগম (বিপিএড শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), আলকা রায় (বিপিএড শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), শিউলি আক্তার (বিপিএড শিক্ষক, হাউজিং মাধ্যমিক বিদ্যালয়), হাসিয়ারা খাতুন (বিপিএড শিক্ষক, মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়), রেবেকা পারভিন (বিপিএড শিক্ষক, চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়), নাদিরা খানম (সহকারি শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), হেলেনা পারভীন (বিপিএড শিক্ষক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ), মর্জিনা খাতুন (প্রাক্তন ক্রীড়াবিদ), আলেয়া খাতুন (প্রাক্তন ক্রীড়াবিদ), হেলেনা আক্তার (প্রাক্তন অধিনায়ক, মহিলা ফুটবল দল), নাসরিন আক্তার লিমা (ক্রীড়া শিক্ষক, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ), হাবিবা আক্তার শিউলি (প্রাক্তন ক্রীড়াবিদ)।
কুষ্টিয়া জেলার নারীদের আরও ক্রীড়ামুখী এবং গৌরবময় খেলাধুলার ঐতিহ্য সৃষ্টিতে এক বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *