ভয়াবহ অগ্নিকান্ডের তদন্ত করে এর মুলোৎপাটন করতে হবে
- মাহবুবউল আলম হানিফ এমপি
কুষ্টিয়া ভেড়ামারার মাধবপুরে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫শত পান চাষী পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ সহ নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। গতকাল শনিবার সকাল ১০টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা মাধবপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৫ শত ক্ষতিগ্রস্ত পানচাষী পরিবারের মধ্যে ঈদ উপহার, খাদ্য সামগ্রী, ও বস্ত্র বিতরণ করেন। এর মধ্যে ছিলো চাউল, তেল, ডাল, সেমাই, খেজুর, লবণ, ছোলা, শাড়ী, লুঙ্গি সহ নগদ অর্থ।
ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে ঈদ উপহার, খাদ্য বস্ত্র ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া- ২ (ভেড়ামারা – মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৪% হারে সহজ কৃষি ঋণ, এনজিও ঋণের কিস্তি কমপক্ষে ৬ মাস পর দেয়ার ব্যবস্থা করা এবং বর্তমান জমির খাজনা যা আছে আপাতত ১ বছর তা না বাড়াতে ভূমি মালিকদের নির্দেশ দেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, এমন ভয়াবহ অগ্নিকান্ড শুধু ভেড়ামারায় নয়, আশে পাশের কোথাও ঘটেনি। স্মরণকালের সর্ববৃহৎ এই ভয়াবহ অগ্নিকান্ড এমনি এমনি ঘটেনি। কিভাবে এর সুত্রপাত ঘটেছে তা তদন্ত করে বের করতে হবে। স্বাভাবিক অগ্নিকান্ড এত ভয়াবহ হতে পারে না। আমি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর মুলোৎপাটনের আহ্বান জানিয়েছি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ চাষীদের অসহায়ত্বের কেউ সুযোগ নেবেন না। বরং তাদের পাশে দাঁড়ান।
বিশেষ অতিথির বক্তব্যে কামারুল আরেফিন এমপি বলেন, প্রকৃতই আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে তদন্ত কমিটি তদন্ত করে তা খতিয়ে দেখছে। তিনি সব সময় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার আহবান জানান।
আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসীন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ সহ সরকারি কর্মকর্তা ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১০ মার্চ রবিবার সকাল ১১ টা সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা মাধবপুরে পান বরজে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এতে একরের পর একর জমির পান বরজ সহ পান পুড়ে ছাই হয়ে যায়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৬৮৮ বিঘার পান সহ পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২৬ কোটি টাকা। এই ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ৬ ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।