ইউক্রেনে আবারও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
অনলাইন ডেস্কঃ ইউক্রেনে আবারও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
ইউক্রেনে গত আট সপ্তাহে এটি অষ্টমবারের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার।
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে। দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওডেসা বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
অবশ্য আগের হামলাগুলোর তুলনায় সবশেষ হামলায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর এবারের হামলা চালানো হলো।
ইউক্রেনের দাবি, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি ভূপাতিত করতে পেরেছে তারা। তবে মস্কো বলেছে, তারা ১৭টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সূত্র: বিবিসি