রাশিয়ায় বন্দুকধারীর হামলার ঘটনায় নিহত বেড়ে ৬০

শেয়ার করুন

রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী এলাকারএক কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। এসব তথ্যের সঙ্গেরুশ নিরাপত্তা বাহিনী আরো জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। খবর বিবিসি।

স্থানীয় ক্রোকাস সিটি হলে বন্দুকধারীরা প্রবেশ মুখে ও পরে থিয়েটারের ভেতরে বিস্ফোরণ ঘটায়। তখন সেখানে একটি রক কনসার্ট আয়োজন করা হচ্ছিল।

ঘটনার পর ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্রাসনোগর্স্কের উত্তর-পশ্চিম শহরতলীতে ক্যামোফ্লজ গিয়ার বা সৈনিকদের মতো পোশাক পরা অন্তত চার ব্যক্তি এ হামলা চালায়।

হামলায় ভবনের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে এবং ছাদের কিছু অংশ ধসে পড়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি অযাচাইকৃত বিবৃতিতে জানা যাচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বলেছে যে তারা এই হামলা চালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে সিবিএসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যার মাধ্যমে বোঝা যায় যে আইএস রাশিয়ায় হামলা চালাতে চেয়েছিল।

এদিকে রুশ ন্যাশনাল গার্ড জানিয়েছে, হামলাকারীদের ধরতে ঘটনাস্থলে বিশেষ ইউনিট কাজ শুরু করছে। এছাড়া শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তারা এরই মধ্যে ক্রাসনোগর্স্কে পৌঁছে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *