“বাঘারপাড়া উপজেলার সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (YPAG) গঠন সভা অনুষ্ঠিত”
মানুষ একধরণের সামাজিক জীব, যারা কখনও একা একা বাঁচতে পারে না । তারা একে অন্যের সম্পূরক ও বটে। সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং সুস্থ্য সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সমাজে মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার কারণে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিস্শৃংখলা লক্ষ্য করা যায়।
সম্প্রতি সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ ৩০/০৩/২০২৪ ইং শনিবার যশোর জেলার বাঘারপাড়া উপজেলাতে প্রেসক্লাব হল রুমে ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান এবং এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এর সঞ্চালনায় বাঘারপাড়া পিএফজি এর পিস এম্বাসেডর জনাব আবু তাহের সিদ্দিকি-বিএনপি এবং প্রনয় কুমার বিশ্বাস-আওয়ামিলিগ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিএফজি কোঅর্ডিনেটর জনাব ইকরামুল কবির মিঠু, পিএফজি এ্যম্বাসেডর জনাব মো: হাফিজুর রহমান, দিলরুবা পারভিন, অজয় কুমার বিশ্বাস, সাংবাদিক আবু সাঈদ হানিফ এবং মো: হুমাউন কবির
ফ্যসিলিটেটর হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের জেন্ডার ও ইয়ুথ ইমপাওয়ারমেন্ট এক্সপার্ট অনিনদিতা বিশ্বাস।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান এবং অজয় কুমার বিশ্বাস।
ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র মৈত্রি, যুব মৈত্রি, যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। উপস্থিত ছাত্র নেতৃবৃন্দের মধ্য থেকে ওয়াই পি এ জি কোঅর্ডিনেটর নির্বাচিত হন শুভ রায়-ছাত্র মৈত্রি, সহ সমন্বয়কারি যথাক্রমে রফিকুজ্জামান প্রান্ত-ছাত্রলিগ, সাইমন সিদ্দিকি-ছাত্রদল এবং নুসরাত জাহান মৌমি-যুব সংঘ
উক্ত সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে ওয়াই পি এ জি কমিটির মাধ্যমে বাঘারপাড়া উপজেলাতে সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।