কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে পান্তা উৎসব

শেয়ার করুন

আজ ১৪ এপ্রিল ২০২৪।।
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে পান্তা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ (রোববার, ১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের হলরুমে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন, পান্তা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা আবদুর রশিদ চৌধুরী। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পণ পত্রিকার সম্পাদক মজিবুল শেখের সভাপতিত্বে ও এসএটিভি, বাসস, কুষ্টিয়ার কাগজের সম্পাদক নূর আলম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন – কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সহ সভাপতি বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কোষাধ্যক্ষ আমার বার্তার প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য হায়দার আলী, আহসান আলী, আসলাম আলী, সদস্য সোহেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *