“দি হাঙ্গার প্রজেক্ট”( PFBT) প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্টিত হয়।
আজ ২০ এপ্রিল ২০২৪,।। সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং সুস্থ্য সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ যার অভাব দেখা দিলে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিশৃংখলা লক্ষ্য করা যায়। দি হাঙ্গার প্রজেক্ট ( PFBT) এর তিন দিনের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সদর উপজেলার ৩১ জন প্রশিক্ষককে নিয়ে,আর আর এফ টার্ক রামনগর,রাজারহাট যশোরে তিন দিন ব্যাপি এক প্রশিক্ষণ
অনুষ্ঠিত হয়। সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং সুস্থ্য সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ যার অভাব দেখা দিলে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিশৃংখলা লক্ষ্য করা যায়। কুষ্টিয়া উপজেলার মানুষের মাঝে সকলক্ষেত্রে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন পরিবেশ গড়ার লক্ষ্যে
আজ শনিবার সকাল ৯ টা থেকে যশোরের আরআরএফ প্রশিক্ষণ কেন্দ্রে তিনদিন ব্যাপি পিস ফ্যাসিলিটেটর বেসিক ট্রেনিং (পিএফবিটি) শুরু হয়। উক্ত প্রশিক্ষণে ফ্যসিলিটেটর হিসাবে উপস্থিত আছেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জনাব শশাঙ্ক রায়, তনুজা কামাল এবং এস.এম. রাজু জবেদ। সার্বিক তত্ত্বাবধানে আছেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।