কুষ্টিয়া পিএফজি কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষে পিএফবিটি প্রশিক্ষণ

শেয়ার করুন

সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশে বসবাস করা প্রতিটি মানুষের মৌলিক অধিকার কিন্ত বর্তমান সমাজে সার্থপরতা, হিংসা, হানাহানি ও সহিংস আচরনের পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার কারণে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিস্শৃংখলা লক্ষ্য করা যায়। কুষ্টিয়া উপজেলার মানুষের মাঝে সকলক্ষেত্রে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন পরিবেশ গড়ার লক্ষ্যে ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত যশোরের আরআরএফ প্রশিক্ষণ কেন্দ্রে পিস ফ্যসিলিটেটর ব্যসিক ট্রেনিং (পিএফবিটি) অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ফ্যসিলিটেটর হিসাবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জনাব শশাঙ্ক রায়, তনুজা কামাল, এস,এম, রাজু জবেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কুষ্টিয়া উপজেলার সমন্বয়ক জনাব মো: শফিকুল ইসলাম এবং পিস এম্বাসেডর হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপির মঞ্জুরুল ইসলাম ডাব্লু, শহর আওয়ামিলিগের মহিলা দলের সভাপতি বনানি বিশ্বাস ও ভাইস প্রেসিডেন্ট জনাম একরামুল ইসলাম এবং সুশিল সমাজের মো: আসাদুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *