সুজন এর খুলনা বিভাগীয় পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়
সুজন-সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় রাজনৈতিক দলের ঐকমত্য। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনি প্রক্রিয়াকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার ভাষায়,
‘‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’’
সুজন সম্পাদক আরও বলেন, সুজন শুধু সুশাসন গঠনের চেষ্টা করে না, পাশাপাশি সামাজিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে গণতন্ত্রের সব বৈশিষ্ট্য লোপ পেয়েছে। এর ফলে দুর্নীতি, দুর্বৃত্তায়ন চলছে। এমন অবস্থা অব্যাহত থাকলে তা আরও ভয়াবহ আকার নিতে পারে। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের উচিত এই ব্যবস্থাকে রোধ করে একটি জবাবদিহিমূলক সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো নির্মাণে সবার সক্রিয় ভূমিকা রাখা। তা না হলে দেশটি এক সময় বাস যোগ্য থাকবে না। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের প্রক্রিয়া বাধাগ্রস্থ’ হলে দেশ ও জাতি বিপর্যয়ের দিকে যাবে। ভালো মানুষদের নিস্ক্রয়তার কারণে মন্দ লোকেরা কর্তৃত্ব¡ ।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজনের যশোর জেলার অভয়নগর উপজেলার সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ, মেহেরপুর জেলার গাংনী উপজেলার ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বাঘারপাড়া উপজেলার সভাপতি মো: মোস্তাক মোর্শেদ, খুলনার ইয়োথ লিডার সাধনা ইসলাম, কেশবপুরের সাধারন সম্পাদক মো: মুনসুর আলি, সাতক্ষীরার এডভোকেট কাজী আব্দুল্লাহ, খুলনার সহ সভাপতি এস এম সোহরাব হোসেন, বাঘারপড়ার সুজন সদস্য দিলরুবা পারভিন, খুলনার সদস্য শেখ আইনুল হক, যশোর সদরের সদস্য জসিম উদ্দীন, মণিরামপুরের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, বঘারপাড়ার আমেনা খাতুন, সাতক্ষীরা কালীগঞ্জের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, খুলনা মহানগরির সদস্য সচিব কুদরত ই খুদা, বাগেরহাটের সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, কুষ্টিয়ার সভাপতি গোলাম রসুল বাবলু, নড়াইলের সাধারন সম্পাদক মাহফুজা রহমন লবি, ঝিনাইদহ জেলার নজরুল ইসলাম, মেহেরপুরের সৈয়দ জাকির হোসেন এবং মণিরামপুরের মো: আব্বাস উদ্দীন এবং আরো আলোচনা করেন সাতক্ষীরা জেলা সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সুজনের খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু ।
সভায় সুজনের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির পরলোকগত নেতৃবৃন্দ ও দেশ বরেন্য ব্যক্তিবর্গের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করেন সুজনের যশোর অঞ্চলের সমন্বয়কারী মো: খোরশেদ আলম, পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় ১ (এক) মিনিটি নিরাবতা পালন করা হয়। এ সময় বিগত এক বছরে সুজনের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও উদ্দেশ্য তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী হাফিজুর রহমান হাফিজ। সভায় নেতৃবৃন্দ তাদের জেলা ও উপজেলা পর্যায়ের আগামী একবছরের কার্মপরিকল্পনা গ্রহণ করেন। কার্যক্রমটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন অধীশ দাশ, মো: আশরাফুজ্জামান, গিয়াস উদ্দীন, রুবিনা আক্তার, রাসেল, সঞ্জয় এবং সানজিনা হক প্রমূখ।