মহান মে দিবসে “ইন্ডিয়ান ভিসা এ্যাপ্লিকেশন সেন্টার”খোলা
আজ ১ মে ২০২৪,।।
ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। কুষ্টিয়া বার্মিজ গোলি জেলা পরিষদের নীচে “ইন্ডিয়ান ভিসা এ্যাপ্লিকেশন সেন্টার”
খোলা আজ মহান ১ মে,দিবস সকাল ৯ টার চিত্র-আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।