দশম শ্রেণীর ছাত্র সাজিদ এর আর মটরসাইকেল চড়া হলো না
কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর বারখাদা জুগিয়া এলাকার জামালের নাতি ছেলে দশম শ্রেণীর ছাত্র সাজিদ (১৬) তার পিতা কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক, আব্দুল রহিম লান্টুর বড় ছেলে সাজিদ। স্থানীয় সূত্রে জানাযায় যে, পিতার কাছে পুত্র মটরসাইকেল কিনে চাইলে মটরসাইকেল দিতে রাজি না হওয়ায় গত ২৩ মে ২০২৪ তারিখ সন্ধ্যায় সাজিদ নিজেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ হয়ে ঢাকা বাডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারাযান।