সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরীর জন্য এমআইপিএস প্রকল্পের আলোচনা সভা অনুষ্টিত হয়
গত কাল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান এর সঞ্চালনায় কুষ্টিয়া পিএফজি এর সদস্য মো: গোলাম রসুল বাবলুর সভাপতিত্বে পিএফজি কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম, পিস এম্বাসেডর আসাদুজ্জামান, আব্দুল মান্নান বাদশা, ইয়োথ লিডার অমিত হাসান সৃজন এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর সমন্বয়কারী সাদিক হাসান রহিদ এর উপস্থিতিতে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে কুষ্টিয়া ইয়ুথ পিচ এম্বাসেডর গ্রুপ (YPAG) এর ত্রৈমাসিক সভা, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে ১৫ মে ২০২৪ তারিখে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং সুস্থ্য সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ যার অভাব দেখা দিলে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিশৃংখলা লক্ষ্য করা যায়। তাই কুষ্টিয়া সদর উপজেলায় বিভিন্ন পিচ ইভেন্টের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মপরিকল্পনা গ্রহন করা হয় যার মধ্যে ইউনিয়নভিত্তিক পথ/গননাটক, সচেতনতামূলক সভা, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিশৃঙ্খলা সম্পর্কিত কর্মসূচি ও নৃগোষ্ঠিদের অধিকার বাস্তবায়নে মানববন্ধন ও রেলির আয়োজন করা যা আগামি তিন মাসে নির্দেশিত পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়া ইয়ুথ গ্রুপের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ছাত্রলীগ, ছাত্র মৈত্রি, যুব মৈত্রি, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মধ্যমে কর্মপরিকল্পনা গ্রহন করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে বলে মত প্রকাশ করেন।