বাঘারপাড়ায় (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়

শেয়ার করুন

গত ২০ মে ২০২৪ তারিখে, সোমবার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার প্রেসক্লাব সম্মেলন কক্ষে  সকাল ১১টায় বাঘারপাড়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় বাঘারপাড়া বিরপ্রতিক ইসহাক কলেজের প্রিন্সিপাল এবং পিস এম্বাসেডর জনাব মো: মেস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে ও  পিএফজি কো-অর্ডিনেটর মো: ইকরামুল কবির মিঠু এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস,এম,  রাজু জবেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব হাফিজুর রহমান-সহ সমন্বয়কারী, পিস এম্বাসেডর বিএনপির মহিলা দলের সভাপতি দিলরুবা পারভিন, পিস এম্বাসেডর আওয়ামিলিগের ইউনিয়ন সভাপতি প্রনয় কুমার বিশ্বাস, জাকের পার্টির সভাপতি মো: লিটন হোসেন, জাতীয় পার্টির সভাপতি মো: আক্তারুজ্জামান, সাংবাদিক মো: হুমাউন কবির এবং সাঈদ ইবনে হানিফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করনে । এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে বাঘারপাড়ার সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে নির্বাচন কেন্দ্রিক, ধর্মিয় ও নৃগোষ্ঠিগত শান্তি স্থাপনে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *