কুষ্টিয়ার ৪ টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
শহর প্রতিনিধি ॥ দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কুষ্টিয়ার ৪ টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
কুষ্টিয়ার ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটর ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন, মহিলাভাইস চেয়ারম্যান পদে ২জন, ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকরছেন।