ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নে বিসিআইসি সাব ডিলার সাহাব উদ্দিন জুয়েল নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন কৃষকরা
মনা # কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন চাঁদগ্রাম ইউনিয়নে বিসিআইসি সার ডিলারের বিক্রয় প্রতিনিধী সাব ডিলার মেসার্স জুয়েল ট্রেডার্স প্রাঃ মোঃ সাহাব উদ্দিন জুয়েল অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে থেকে সরকার নির্ধারিত মূল্যে ইউরিয়া সার বিক্রি করে স্থানীয় কৃষক ও সাব ডিলারদের মাঝে প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর পাওয়া গেছে। জানা যায়,প্রতি ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সার ক্যাশ মেমোর মাধ্যমে ১০৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। অনেক জায়গায় যেটা বাড়তি মূল্যে নেয়ার অভিযোগ থাকলেও এখানে তা অনুপস্থিত রয়েছে ।
সার্বিক দায়িত্বে থাকা সাব ডিলার মোঃ সাহাব উদ্দিন জুয়েল জানান, আমি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় করছি কেউ যদি এক টাকা বেশি নেওয়ার অভিযোগ কিংবা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি তাকে পুরস্কৃত করবো। তিনি আরো বলেন,আমি সাব ডিলারদের চাহিদা মত নির্ধারিত মূল্যেই সার সরবরাহ করে আসছি আমাদের ইউনিয়নে সারের কোন সংকট নেই। সার কিনতে আসা কৃষক রহিম উদ্দিন বলেন, আমরা যখনি সাব ডিলার জুয়েল এর ঘরে সার নিতে আসি তিনি সরকারী নির্ধারিত মুল্যের আমাদের সার দেয়। তিনি কখনো বেশী দাম রাখে না। চাঁদগ্রাম ইউনিয়নের কয়েকজন সাব ডিলার জানান, আমাদের ইউনিয়নের আমরা যে কয়জন ডিলার আছি নিয়ম অনুসারে ডিলারের প্রতিনিধী সাব ডিলার সাহাব উদ্দিন জুয়েল কাছ থেকে সব ধরনের সার নিয়ে কৃষকের কাছে সরকারী নির্ধারিত মুল্য ২২ টাকা কেজি দরে করে বিক্রি করি।আমাদের ইউনিয়নে সারের কোন সংকট নেই বলে কৃষক ও ডিলাররা জানান।