ভেড়ামারায় আগুনে ক্ষতিগ্রস্ত পান চাষীরা পেল ১ কোটি ৬৫ লক্ষ টাকা
ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত পান চাষীরা পেয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। আজ বিকালে কুচিয়ামোড়া ফুটবল মাঠে কৃষকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহাবুব-উল আলম হানিফ (এমপি), ,বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-২(ভেড়ামারা-মিরপুর) আসনের এমপি আলহাজ্ব মো: কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা। ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রদান করা হয়।