কেশবপুর সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে (ওয়াই.পি.এ.জি)-এর কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়

শেয়ার করুন

আজ ২৯ জুন ২০২৪,।। যশোর জেলার কেশবপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সম্প্রতি সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS)-প্রকল্পের অধীনে ইয়ুথ পিস এ্যম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়।

গশনিবার বিকালে কেশবপুর মাইকেল মধুসূদন সড়কের পরিত্রাণ কার্যালয়ে “যুবদের সচেতনতা, সংগঠিত ও সোচ্চার করার মাধ্যমেই সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন হবে” এরই লক্ষ্যে কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন এর চেয়ারম্যান এবং পিস এ্যাম্বাসেডর আলাউদ্দিন আলা (যুগ্ন সম্পাদক বিএনপি) সভাপতিত্বে এবং পিএফজি-এর সমন্বয়কারী সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার মুনছুর আজাদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস,এম, রাজু জবেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, পরিত্রানের প্রোগ্রাম ম্যানেজার উজ্জল কুমার দাস, পিস এ্যাম্বাসেডর
গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার বসু, সুফিয়া খাতুন প্রমুখ।
ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র সমাজ, দলিত যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। উপস্থিত ছাত্র নেতৃবৃন্দের মধ্য থেকে ওয়াই পি এ জি কোঅর্ডিনেটর নির্বাচিত হন মানবসেবা রক্তদান কর্মসূচি সংগঠনের মো: হাসিব হোসেন এবং সহ সমন্বয়কারি যথাক্রমে ছাত্রলিগের সুমাইয়া খাতুন, ছাত্রদলের মো: সাকিবুল হাসান মুসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *