ড.ইউনূস আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সব বাধা কেটে যাবে—
আজ সোমবার (১২ আগস্ট) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বলেন, দেশের অর্থনীতি দীর্ঘদিন যাবত নিম্নগামী হয়েছে। নিয়মিত বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে। সরাসরি রাজনৈতিক প্রভাবে থাকার কারণে ব্যবসায়ীরা কাজ করতে গিয়ে প্রতিবার বাধার সম্মুখীন হয়েছে। ফলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা চাই, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী শিল্পগুলোর অবস্থা যে নিম্নগামী হয়েছে, ড. ইউনূসের নেতৃত্বে তা ফিরে আসবে। দেশের মধ্যে গণতন্ত্র ফিরে আসবে।
ব্যবসায়ী নেতারা আরো বলেন, আমরা চাই, ড. ইউনূসের নেতৃত্বে রাজনীতির আগ্রাসন থেকে অর্থনীতি মুক্তি পাবে। ব্যবসায়ীরা নিজেদের কথা বলতে পারবে এবং অধিকার চাইতে পারবে। দেশে ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব থাকবে।