কুষ্টিয়া মডেল থানার হারানো অস্ত্র ও গুলি উদ্ধার
আজ ২২ আগষ্ট,২০২৪,।।
গত ৫ আগষ্ট উদ্ভুত পরিচিতিতে কুষ্টিয়া মডেল থানা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের প্রায় ৩১টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় সহশ্রাধিক বিভিন্ন মাপের গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলা বারুদ পুলিশে সৌপর্দ করার সময় এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের সামনে তুলে ধরেন দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন লামইয়ানুল ইসলাম। তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে এধরণের বে-আইনী অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার এম জুবায়ের হোসেন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তার সেনা সদস্যরা উপস্তিতছিলেন।