কুষ্টিয়ার ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজির) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়
আজ ২২ আগষ্ট ২০২৪।। ছাত্র সমাজ তথা যুবদের সঠিক নেতৃত্বে বিজয় ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এই আলোকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান এর সঞ্চালনায় কুষ্টিয়া ওয়াইপিএজির কোঅর্ডিনেটর জনাব সাদিক হাসান রহিদ এর সভাপতিত্বে পিএফজি কোঅর্ডিনেটর অধ্যাপক মো: শফিকুল ইসলাম, পিস এ্যাম্বাসেডর মো: আসাদুজ্জামান, অধ্যাপক মো: আব্দুল মান্নান বাদশা, সুজনের জেলা সভাপতি অধ্যাপক আবু হেনা মুহা: গোলাম রসুল বাবলু, বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব মিরাজুল ইসলাম রেন্টু এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ এর অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে কুষ্টিয়া ইয়ুথ পিচ এম্বাসেডর গ্রুপ (YPAG) এর ত্রৈমাসিক সভা, ধোয়া রেস্টুরেন্টের হলরুমে ২২ আগষ্ট ২০২৪ তারিখ বৃহ:স্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন ওয়াইপিএজির কোঅর্ডিনেটর সাদিক হাসান রহিদ। মূল বক্তব্য ও পরবর্তি করনিয় বিষয়ে আলোচনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস, এম, রাজু জবেদ। এরপর ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার অগ্রগতি তুলে ধরেন এবং আগামিতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কাজ করার জন্য মত প্রকাশ করেন। বিশেষ করে ওয়াইপিএজির কোঅর্ডিনেটর এবং সদস্যবৃন্দ আন্দোলনে গৃহিত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং পরবর্তিতে করনিয় বিষয়সমূহের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সম্মিলিত পরিকল্পনা গ্রহন করা হয়। যেমন: দুর্গা পূজা উপলক্ষে কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কার্যক্রম, ইন্টার ফেইথ পিস কার্যক্রম এবং মানববন্ধন এর পরিকল্পনা করা হয়। সভায় ছাত্রদল, যুব মৈত্রি, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহন করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে বলে মত প্রকাশ করেন।