“রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে “

শেয়ার করুন

গত ২৪ আগষ্ট ২০২৪ সকাল ১১ টায় দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে কুষ্টিয়ার মজমপুর ট্রাফিক মোড়-এ সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুষ্টিয়া পিএফজি ও ওয়াইপিএজি এর মাধ্যমে ‘মানববন্ধন’ এর আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করেন কুষ্টিয়া পিএফজির কোঅর্ডিনেটর জনাব অধ্যাপক শফিকুল ইসলাম, সুজনের জেলা সভাপতি অধ্যাপক জনাব মো: আবু হেনা মুহা: গোলাম রসুল বাবলু, পিস এ্যাম্বাসেডর অধ্যাপক জনাব আব্দুল মান্নান বাদশা, বিএনপির পৌর কাউন্সিলর জনাব আতাউল গনি ওসমান, বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব মিরাজুল ইসলাম রেন্টু। এছাড়া উপস্থিত ছিলেন নারী নেত্রি জনাব তাজনিহার বেগম, বিএনপির মহিলা দলের প্রচার সম্পাদক ফারজানা ববি রুমা, জাসাসের সভাপতি ইমরান হোসেন সঞ্জু, জাতীয় পার্টির রিনা নাসরিন, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর ও স্বপ্ন প্রয়াস সংগঠনের সভাপতি মো: সাদিক হোসেন রহিদ, সংকল্প সংগঠনের সভাপতি জাহাঙ্গির হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া সুজন, পিএফজির সদস্য এবং দলমত নির্বেশেষে অন্যান্য জনসাধারনগণ সতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাম্প্রতিক ছাত্র সমাজের বিজয়কে অভিনন্দন জানানো হয় এবং আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন সহ সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়, সাথে সাথে আহতদের সুস্থতা প্রার্থনা করা হয় এবং রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এরপর ৫ আগষ্টে কুষ্টিয়াতে ঘটে যাওয়া সহিংসতা তুলে ধরা হয় এবং কুষ্টিয়ার জনগনকে সাথে নিয়ে এরকম সহিংসতাকে প্রতিরোধ করার বিষয়ে পদক্ষেপ নিতে কার্যক্রম হাতে নেওয়া হবে বলে মত প্রকাশ করা হয়। বিশেষ করে সংখ্যলঘু সহ জনগনের জানমাল রক্ষার্থে সকলের পাশে থাকবে বলে অঙ্গিকার ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *