কুষ্টিয়ায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলা’র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
আজ ২৬ আগষ্ট ২০২৪, । কুষ্টিয়ায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলা’র ও ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক এবং সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সকাল দুপুর ১২ টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের উদোগে শহরের এনএস রোডে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রপের কার্যালয়ে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে অর্ন্তবর্তী সরকারের কাছে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
কুষ্টিয়ায় কর্মরত দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজিবুল শেখ, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলান, দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, মানবাধিকার কর্মী তাজনিহার বেগম তাজ প্রমুখ।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক ভারপ্রাপ্ত রেজাউল করিম,
কোষাধাক্ষ এনামুল হক, জনকন্ঠ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এমএ রকিব, ডেইলি স্টার পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আনিচ মন্ডল, আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল,বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান,পরিবর্তন ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, নবচেতনা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আহসান বিশ্বাস, সাংবাদিক হায়দার আলী,আসলাম আলী,সাইফুল ইসলাম, বকুল হোসেন,খন্দকার বিদ্যুৎ,খালিদ সাইফুল, সেলিম আহম্মেদ,সোহেল রানা,নাদিয়া ইসলাম মিম, রুমা, আশরাফ আলী প্রমুখ।