কুষ্টিয়ায় নিহত চা বিক্রেতা অব্দুল্লাহ পরিবারের জন্যে বসুন্ধরা শুভসংঘের উপহার

শেয়ার করুন

বৈসম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগষ্ট কুষ্টিয়ায় গুলিতে নিহত দরিদ্র চা
বিক্রেতা আব্দুল্লাহর বাবা মায়ের হাতে বসুন্ধরা শুভসংঘের ভালোবাসার উপহার
পৌছে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার নেতৃবৃন্দ। আজ রবিবার দুপুরে
কুষ্টিয়া সদর উপজেলার শহররের চর থানাপাড়া বস্তিতে আব্দুল্লাহর বাবা লুকমান
হোসেন ও মা আরশেদা খাতুনের হাতে শুভসংঘের উপহারের প্যাকেট তুলে দেন
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক
তারিকুল হক তারিক। এসময় শুভসংঘের সাধারণ সম্পাদক কাকলি খাতুন,
সাংগঠনিক সম্পাদক সম্পাদক বিপুল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মজিদ,দপ্তর
সম্পাদক নাফিস আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপহারের মধ্যে ২৫ কেজি চাল,
২ কেজি ডাল, ২ কেজি তেল,১ কেজি লবন,৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১
কেজি রসুন ও কাচা মরিচ রয়েছে।
বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে দরিদ্র শিশু আবুদুল্লার বাবা মা আবেগে আপ্লুত
হয়ে পড়েন। আব্দুল্লাহর বাবা লুকমান হোসেন বলেন, আমরা গরিব মানুষ। আমার ১২
বছরের ছেলেটাকে পড়ালেখা করাতে পারিনি। আমি শহরের টং ঘরে চা বিক্রি করি।
ছেলেটাও আমার সাথে একই কাজ করত। ৫ আগষ্ট সে দোকানে আসার সময় থানার
সামনে গুলিতে নিহত হয়। বসুন্ধরা যে আমাদের জন্যে এই উপহার পাঠিয়েছেন
তাতে আমরা খুশি হয়েছি। তারিকুল হক তারিক বলেন,দেশ ও মানুষের কল্যানে
বসুন্ধরা শুভসংঘ সবসময়ই এগিয়ে থাকে। সমাজের যে কোন ধরনের অসহায়
মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ আগেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে
ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *