র‌্যাব-১২ এর অভিযানে কুষ্টিয়া জেলাকারাগার থেকে পলাতক দুর্ধর্ষ ডাকাত মোঃসামিরুল মন্ডল গ্রেফতার।

শেয়ার করুন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) গত ৭
আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা
ভেঙ্গে পালিয়ে যায়।

আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে
একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-
৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের
ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব
সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত
০১.৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক
আসামি মোঃ সামিরুল মন্ডল (৩৫), পিতা- সামসুদ্দিন মন্ডল, সাং-ওসমানপুর, থানা-
খোকসা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সামিরুল
মন্ডলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি
বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট ২৫টি
মামলা চলমান রয়েছে।
জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত
আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায়
হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *