কুষ্টিয়া সদর উপজেলায় গবেষণা সংস্থা ডেটাস্কেপের বেসলাইন জরিপ প্রতিনিধিদের সাথে এমআইপিএস প্রকল্পের পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত”
আজ ৭ সেপ্টেম্বর ২০২৪।।
বাংলাদেশী গবেষণা সংস্থা ডেটাস্কেপ রিসোর্স কনসালটেন্সি লিমিটেড, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের সাথে যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করা এমআইপিএস প্রকল্পের বেসলাইন জরিপ পরিচালনা কারি প্রতিনিধি দলের সাথে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলার অধ্যক্ষ ড. মুহা: আব্দুল লতিফ এর বাসভবনের নিচে ডিপিএফ অফিসে ঢাকা থেকে আগত সংস্থার ৫ সদস্য বিশিষ্ট ওই বেসলাইন জরিপ পরিচালনা কারি দলের সাথে দীর্ঘ সময় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য উপস্থাপন করেন পিএফজির সদস্য এবং সুজনের জেলা সভাপতি অধ্যাপক আবু হেনা মুহা: গোলাম রসুল বাবলু, পিএফজি কোঅর্ডিনেটর অধ্যাপক জনাব শফিকুল ইসলাম, পিস এম্বাসেডরগণ বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব মঞ্জুরুল ইসলাম ডাবলু, জনাব আব্দুল মান্নান বাদশা, মো: আসাদুজ্জামান, জাতীয় পার্টি নেত্রি ও পৌর কাউন্সিলর রিনা নাসরিন, ওয়ার্কাস পার্টির সভাপতি এসরারুল হক, ধর্মিয় নেতা মো: শরিফুজ্জামান এবং ইয়ুথ লিডার গোলাম মওলা, যুবলিগ নেতা অমিত হাসান সৃজন। বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয় ওয়াইপিএজির কোঅর্ডিনেটর সাদিক হাসান রহিদ, চমক, মো: সবুজ হোসেন, বৃষ্টি ও রুম্পা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।