হরিপুর বাজারে কাঁচাঝাল ৮০ টাকা পোয়া
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪।। বৈরী আবহাওয়া টানা তিনদিন বৃষ্টি হওয়ায়। কুষ্টিয়া সদর উপজেলা হাটশ হরিপুর বাজারে রিয়াজের ছেলে সাদ্দামের দোকানে। আজ বিকাল ৫ টার সময় এক পোয়া কাঁচাঝাল ৮০ টাকা করে বিত্রয় করে। ক্রেতারা সাদ্দামের কাছে দাম বেশি কেনো জানতে চাইলে বলেন,টানা তিনদিন বৃষ্টি হওয়ায় কৃষকরা গাছ থেকে মরিচ উঠাতে পারচ্ছে না। তাই আমাদদের পায়কারী বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনা বলে আমরা এক কেজি ৩২০ টাকা। আর ২৫০ গ্রাম,কাঁচাঝাল ৮০ টাকা বিক্রয় করছি।
পাশের কাঁচাতোরকারি ব্যাবসায়ী বলেন,আমার কাছে কাঁচাঝাল এখন নেই। সকালে ছিলো আমি বিক্রয় করেছি ২০০ টাকা কেজি।