মেস বাসার ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যা
কুষ্টিয়া শহরের একটি মেস বাসার ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায়
কলেজছাত্রকে ফেলে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০.০০
টার দিকে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।
নিহতের নাম রুবেল হোসেন (২২)। তিনি কুষ্টিয়া পলিটেকনিক
ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।
হাত-পা বাঁধা আর মুখ গামছা দিয়ে পেঁচানো মুমূর্ষু অবস্থায়
তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে নিয়ে যাওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে
নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
রুবেল কুমারখালী উপজেলার মির্জানগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
কোর্টপাড়া এলাকার বনফুড বেকারির সামনে লাল মিয়ার চার তলা বাড়ির
তৃতীয় তলার মেসে থাকতেন তিনি। তিন তলার ওই মেসে ৯ জন থাকতেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ৫ জনকে জিজ্ঞাসাবাদের
জন্য আটক করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।