কুষ্টিয়ায় পিএফজি’র আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়

শেয়ার করুন

আজ ৮ অক্টোবর ২০২৪,#
সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যের আলোকে জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে “দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের” কুষ্টিয়া সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় পিস ফ্যাসালিটেটরর গ্রুপ (পিএফজি),কুষ্টিয়ার আয়োজনে আন্তঃ ধর্মীয় সংলাপ,সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি এই লক্ষ্যে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর পিস এ্যাম্বাসেডর জনাব আব্দুল মান্নান বাদশা এর সঞ্চালনায়। কো-অর্ডিনেটর অধ্যাপক মোহা.শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পার্থ প্রতিম শীল। তিনি তার বক্তব্যে বলেন প্রতিটি ধর্মের মানুষের দায়িত্ববোধের যায়গা থেকে ভুমিকা পালন করলে কোনভাবে সমাজে বিশৃঙ্খলা হওয়া সম্ভব নয়। আজকের আন্ত:ধর্মীয় এই সংলাপের মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ হওয়ার জন্য তিনিগ অনুরোধ জানান যে সার্বজনিন অসাম্প্রদায়িক কুষ্টিয়া তথা সমগ্র বাংলাদেশ গড়ার জন্য অঙ্গিকার করতে হবে। মূল বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর জনাব এস. এম রাজু জবেদ, সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।
উপস্থাপন করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো: আতিকুল ইসলাম.এসিল্যান্ড মো: রিফাতুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলি, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফেরদৌস নাজনীন, ইমাম ও পিএফজি সদস্য মো: শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ সেন, সভাপতি রতন লাল মৈত্র, কুতওয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ তরিকুর রহমান, ধর্মিয় ইব্রাহিম খলিল,সভাপতি কার্তিক কুমার বিশ্বাস, ইসলামিয়া কলেজের অধ্যাপক সাদিয়া ফারজানা মহুয়া,পারভীন আক্তার লাভলী, বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব মিরাজুল ইসলাম রেন্টু, পিএফজি সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি জনাব অধ্যাপক আবুহেনা মুহা. গোলাম রসুল বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *