কুষ্টিয়ার হোমিওপ্যাথি ডাক্তার মাহি আলম বনোর মৃতুঃ
(চিরকুটে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী কেউ নয়)
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৪, রেজা।।
কুষ্টিয়ার পূর্বমজমপুর এলাকার মৃতুঃ হোমিওপ্যাথি ডাক্তার নাসির উদ্দিনের ৪ র্থ সন্তান
কুষ্টিয়ার হোমিওপ্যাথি ডাক্তার মাহি আলম বনো ( ৬২) নিজের গলা নিজে কাটলেন।
স্থায়ীয় ও পরিবার সূত্রে জানা যায় আজ ভোর ৬ টার সময় তার নিজ বাসার গেটের সামনে গালা টাকা অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় গাংড়াতে থাকে। তখন তার ছেলে স্ত্রী বাসা থেকে বেড়িয়ে দেখতে পায় পড়ে আছে “মাহে আলম বনু’ তার পাশে একটি ছুরি ও চিরকুটে লেখা কাগজ পড়ে আছে। তাতক্ষনিক ভাবে পরিবারের লোকেরা কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতুঃ হয়। কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান তার পরিবার বলছে সে নিজেই তার গলায় ছুরি মারছে। এখন পযন্ত মৃত্যুর আসল রহস্য জানা যায়নি।