কুষ্টিয়া পলিটেকনিক ইনন্টিটিউট এর অধ্যক্ষ পদে যোগদান করতে যাচ্ছে–আককাছ আলী সেখ

শেয়ার করুন

আজ ২৬ অক্টোবর ২০২৪, # ফ্যাসিবাদী আওয়ামিলীগের দোসর,ছাত্রলীগের সভাপতি ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সেক্টেটরি
কুষ্টিয়া পলিটেকনিক ইনন্টিটিউট এর অধ্যক্ষ পদে যোগদান করতে যাচ্ছে। একটি বিশেষ সূত্রে জানাযায় রাষ্ট্রপতির আদেশক্রমে,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রনালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগ কারিগরি শাখা-১ বাংলাদেশ সচিবালয়ের উপ-সচিব, মোহাস্মদ মিজানুর রহমান তালুকদার যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত আদেশ অনুযায়ে গত ১৬ অক্টোবর ২০২৪ তারিখে। যাহার স্মারক নং- ৫৭–৫১,০০২,২২,৪৩২ প্রজ্ঞাপন নিম্নোক্ত শিক্ষক/কর্মকর্তাগণকে তাদের কর্মস্থল থেকে ৭ জনকে বদলি করেন। এর মধ্যে দ্বিতীয় নং, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার আয়ন-বায়ন ক্ষমতাসহ অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব সহযোগী অধ্যাপক জনাব মোঃ আককাছ আলী সেখ কে কুষ্টিয়া পলিটেকনিক ইনন্টিটিউট এর অধ্যক্ষ পদে যোগদান করতে যাচ্ছে। জানাযায় যে, গত ১৯৯৫ সালের সাবেক ছাত্রলীগের সভাপতি ড.কুদরত ই-খুদার হলের ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এর বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক সেক্টেটরি। পাবনা জেলায় বাড়ী হওয়ায় সিনিয়র সচিব আমিনুল ইসলাম আর আককাছ আলী সেখ ঢাকা ডিজি অফিস এ থাকা কালিন দুই জন মিলে বিভিন্ন নামে প্রজেক্টবের করে কোর্টি কোর্টি টাকা লোপাট করেছে। আমিনুল ইসলামের গ্রেপ্তারের পর আককাছ আলী সেখ কে পানিসমেন্ট হিসাবে ঢাকা থেকে কুষ্টিয়াতে পোস্টিং দিয়েছে। আককাছ আলী সেখ এদিকে
কুষ্টিয়া পলিটেকনিক ইনন্টিটিউট এর অধ্যক্ষ যোগদান করার আগেই সাধাণর ছাত্রদের মধ্যে গুঞ্জন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *