কুষ্টিয়া জেলা বিএন পির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আজ ৬ নভেম্ববর ২০২৪,# কুতুব-জাকিরের কুষ্টিয়া জেলা বিএন পি’র আহবায়ক কমিটি দাতিলের দাবিতে আজ বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কুষ্টিয়ার এনএস রোডে। কুষ্টিয়া জেলা বিএন পির পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীবৃন্দ। মিছিলের স্লোগানে বলেন,কুতুব-জাকিরের অবৈধ্য কুষ্টিয়া জেলা বিএন পির কমিটি মানিনা মানবনা।