কুষ্টিয়ার ছেলে সাব্বির চারটি গবেষণা প্রবন্ধ আমেরিকার পাবলিক হেলথ কনফারেন্স রুমে উপস্থাপন করেন
কুষ্টিয়া থানা পাড়ার সাব্বির পারভেজ সাবেক এমপি বদরুদ্দোজা গামার সুযোগ্য পুত্র। কুষ্টিয়ার কৃতি সন্তান সাব্বির পারভেজ আমেরিকার পাবলিক হেলথ কনফারেন্স রুমে ১৫৩ তম সম্মেলনে। কুষ্টিয়ার সকলের পরিচিতি মুখ সাব্বির পারভেজ চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি বাংলাদেশ এর মাতৃস্বাস্থ্য নিয়ে মূলত এই গবেষণা প্রবন্ধ পাঠ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেলথ পলিসি বিভাগের প্রধান ডঃ মাহমুদ খান। সাব্বির পারভেজ সব সময়ই কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকেন।