ভেড়ামারায় বালুমহল দখল কে কেন্দ্র করে গুলিবর্ষন করার ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই দাবী এ্যাড আলম’র

শেয়ার করুন

মোঃ উজ্জ্বল হোসেন ভেড়ামারা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহল নিয়ে সৃষ্ট বিরোধে তার কোন সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। গতকাল ১৮ই ডিসেম্বর বুধবার ভেড়ামারা থানা বিএনপির কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম আরো বলেন, একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে বারবার বিভিন্ন অপবাদ দিয়ে জনপ্রিয়তা খর্ব করতে চাই। আমি কোনদিনই অস্ত্রের রাজনীতি করি নাই। ১৯৭৯ সাল থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আমি কোনদিনই চাঁদাবাজির সাথে যুক্ত ছিলাম না। গতকাল ১৭ই ডিসেম্বর ভেড়ামারা উপজেলায় ফেরী ঘাট এবং ১২মাইল বালুর ঘাট নিয়ে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তাতে দু’পক্ষেই বিএনপির নেতাকর্মী থাকতে পারে। কোন পক্ষের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ৫ই আগস্টের পর আমি আজ পর্যন্ত বালুর ঘাটের আশেপাশে যায় নাই।
সংবাদ সম্মেলনে বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, বিএনপি নেতা আনোয়ারুল আজীম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, যুবদল নেতা রফিকুল ইসলাম ছাড়াও উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *