তালবাড়ীয়া পদ্মা নদীর বালির ঘাটে জেলের জালে কুমির

শেয়ার করুন

আজ ২৪ ডিসেম্বর ২০২৪।। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর বালির ঘাটে ধরা পড়েছে জেলের জালে এক বিশাল কুমির। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১১ ফিট। টানছে জেলে জাল,মাছতো নয়-কুমির উঠছে-জাল হারালো জেলে। আনন্দিত তালবাড়ীয়া এলাকাবাসী,ভৃড় জুমাচ্ছে নদীর তীরে। জেলে বেটার-সারাদিনের-পরিশ্রম-তারপর হাড়ালো জাল। নদীতো নয়,খাল কেটে কোর্টি কোর্টি টাকা সরকারের হয়েছে ব্যায়।
আর সাম্প্রতিক সময়ে তালবাড়ীয়া এলাকায় পদ্মা নদীতে বেশ কয়েকটি কুমিরের উপস্থিতি লক্ষ করা যাচ্ছিল। মাছ শিকারীদের অভিযোগ ছিল,কুমিরগুলো নদীর পাশে জাল টেনে মাছ ধরার কাজে বিঘ্ন সৃষ্টি করছিল। জেলে জাল গেলোও আজ সকালে স্থানীয় জেলেরা একটি কুমির ধরে ফেলতে সক্ষম হন। কুমিরটি ধরার পরে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয় এলাকাবাসীরা।
নদীতে কুমিরের উপস্থিতি সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে নদী তীরবর্তী এলাকায় জনজীবন বিপর্যস্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *