সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলো কুষ্টিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী অজয় সুরেকা
এসএম জামালঃ সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতা (ভ্যাট) হিসেবে কুষ্টিয়ার গ্রীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা।
ব্যবসায় খাতে কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতা (ভ্যাট) হিসেবে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
শনিবার সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আম্রকাননে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হোসেন আহমদ।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদ, যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখ প্রমুখ।
অনুষ্ঠানে জনগণকে ভ্যাট দিতে উৎসাহিত করতে উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০২০-২১ সালের ২১টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়া হয়।
প্রসঙ্গত, কুষ্টিয়ার গ্রীন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী অজয় সুরেকা এর আগে চার বার সর্বোচ্চ করদাতার সম্মাননা এবং আয়কর প্রদানকারী হওয়ায় পাঁচবার সেরা করদাতার পুরস্কার লাভ করেন।