বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ও মদ্রিচের লড়াই
১৪ ডিসেম্বর ২০২২ (বুধবার ) রাত ১ টা কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।
গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া যখন ফাইনালে উঠেছিল, অনেকের মতেই সেটা ছিল অপ্রত্যাশিত এবং অনন্য।
এবার ক্রোয়েশিয়া আবারও ফাইনালের পথে।
অন্যদিকে আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত এক হারের পর হয়ে ওঠে আরও ক্ষুধার্থ, আর ও শক্তিশালী।
টুর্নামেন্টের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য হর্ট ফেভারিট ধরা হয়েছিল। লিওনেল মেসিরা তার প্রমাণ দিয়েছেন।
সেমিফাইনালের আগে আলোচনায় আছেন মেসি ও মদ্রিচ।
লিওনেল মেসি ও লুকা মদ্রিচ – দুজন এলএম টেন, পড়েন দশ নম্বর জার্সি, দুজনই ব্যালন ডি অর জয়ী, দুজনেরই আগে বিশ্বকাপে ফাইনালে খেলে হারার অভিজ্ঞতা আছে, দুজনই নিজেদের দলের মূল ফুটবলার এবং অধিনায়ক।
দুজনের সামনেই সুযোগ আরও একবার বিশ্বকাপের ফাইনালে খেলা এবং এবার না পাওয়া সোনালি শিরোপা নিজেদের করে নেয়ার।
আর্জেন্টিনার লিওনেল মেসি, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ দুজন নিজ নিজ দলের পার্থক্য গড়ে দেয়া সুপারস্টার।