টেস্টে ম্যাচরে আগের রাতে ৩টা পর্যন্ত খেলা দেখা ‘স্টুপিড’ কাজ
ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান । আজ রাত ১টাই কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
সে ম্যাচ নিয়ে সাকিবদের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। তবে খেলা দেখার ক্ষেত্রে প্রধান কোচের অনুমোদন পাচ্ছেন না বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। রাসেল ডমিঙ্গো তো বলেই দিলেন, টেস্টের আগের রাতে ভোর ৩টা পর্যন্ত খেলা দেখাটা হবে ‘স্টুপিড’-এর মতো কাজ।