ধার নেওয়া টাকা নিয়ে দ্বন্দ্ব, পাথরের আঘাতে দুলাভাইকে হত্যা
শহর প্রতিনিধি কু
ধার নেওয়া টাকা নিয়ে দ্বন্দ্ব, পাথরের আঘাতে দুলাভাইকে হত্যা
কুষ্টিয়ায় ধার নেওয়া টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ঘুমন্ত দুলাভাইকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের চাউলের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সিরাজ মোল্লা (৪০)। তিনি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া এলাকার মৃত কাশেম মোল্লার ছেলে।
নিহতের স্ত্রী পারভীন খাতুন বলেন, কয়েকদিন আগে আমার চাচাতো ভাই সিরাজ আলমগীরের স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন সিরাজ মোল্লা। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।