মেসি কি পরিপূর্ণ হবে , নাকি অমর হবেন এমবাপে?

শেয়ার করুন

লিওনেল মেসি vs কিলিয়ান এমবাপে

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে একই ক্লাবে খেলেন, ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে, এই কথা দুজন ভুলে যেতে চাইবেন আজ রাতের জন্য।

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে, আর্জেন্টিনা ও ফ্রান্সের দুই সুপারস্টারই একবার করে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, একজন পরাজিত হয়েছেন, আরেকজনের হাতে উঠেছে শিরোপা।

আজ রাতে লিওনেল মেসির আর্জেন্টিনা ও এমবাপের ফ্রান্স মুখোমুখি হবে কাতার বিশ্বকাপ ফাইনালে।

একজনের সামনে পরপর দুবার বিশ্বকাপ জিতে অমর হওয়ার সুযোগ। আরেকজনের সামনে ফুটবলে একমাত্র অপ্রাপ্তি দূর করার হয়তো এটাই শেষ সুযোগ।

লুইসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে সেই ম্যাচ। প্রায় এক মাস ধরে যে ম্যাচের অপেক্ষায় ছিলেন বিশ্বব্যাপী ফুটবল সমর্থকরা – কাতার বিশ্বকাপের ফাইনাল।

দুই দলেই অনেক তারকা ফুটবলার আছেন, যারা ক্লাব পর্যায়েও নাম করা।

কিন্তু সবাইকে ছাপিয়ে আসছে দুজনের নাম, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *