আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ধোধন কবেন ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক এর মধ্যে কুষ্টিয়ার ৩৪ কিলোমিটার।

শেয়ার করুন

আজ ২০ ডিসেম্বর ২০২২, ॥ প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর সারা দেশের বিভিন্ন জেলায় ২০০০ কিঃ মিঃ উন্নয়নকৃত মহাসড়কের শুভ উদ্ধোধন করবেন। এতে কুষ্টিয়ার ২ টি সড়ক প্রায় ৩৪ কিঃ মিঃ প্রস্তুত। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ প্রধানমন্ত্রীর এ উদ্ধোধন উপলক্ষ্যে উন্নয়নকৃত সড়ক,কালভাটে নতুন রংয়ের ছটাসহ সড়কের মাঝে লাল, নীল, সাদা,হলুদ রংয়ের পতাকা, উন্নয়নকৃত কালভাটে ফুল দিয়ে বর্ণিল সাজ সজ্জার কাজ সম্পন্ন করেছে। কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে ওই দিন তিনি গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কাজের শুভ উদ্ধোধন করবেন। জানা যায়, আহলাদিপুর-রাজবাড়ী- পাংশা-কুমারখালী-কুষ্টিয়া চৌড়হাস পর্যন্ত মহাসড়কটি কুষ্টিয়া হতে রাজবাড়ী হয়ে ঢাকা নাতায়াতের অন্যতম মাধ্যম। আহলাদিপুর-মোড় ডুকটি রাজবাড়ী জেলার আহলাদিপুর হতে শুর হয়ে কুষ্টিয়া জেলার খোকসা ও কুমারখালী উপজেলা অতিক্রম করে কুষ্টিয়া জেলার চৌড়হাস নামক স্থানে শেষ হয়েছে। মহাসড়কটি কুষ্টিয়া হতে ঢাকা যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম হওয়ায় মেহেরপুর ও কুষ্টিয়া জেলা হতে পণ্যবাহী ভারী যানবাহন এবং সকল আন্তঃজেলা বাসসহ প্রতিনিয়ত প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করায় মহাসড়কটি যাত্রী ও পণ্য পরিবহনে গুরত্বপুর্ণ ভূমিকা পালন করছে। বর্ণিত আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া অংশের দৈর্ঘ্য ২৮.৫৫ কিলোমিটার । যা আলোচ্য প্রকল্প হতে মজবুতিকরণ, প্রস্তুত ও সার্কেসিংসহ আনুষঙ্গিক কাজ করা করা হয়েছে। এছাড়া, কুষ্টিয়া কুমারখালী চড়াইকোল-শিলাইদহ মহাসড়কটি মোহাম্মদ সেলিম আজাদ খান নির্বাহী প্রকৌশলী সওজ,কুষ্টিয়া। রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া আঞ্চলিক আহলাদিপুর-রাজবাড়ী পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌড়হাস) মহাসড়কের আলাউদ্দিন। মোড় হতে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী যাতায়াতের একমাত্র মাধ্যম । পর শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ী বিশ্ব কবি রবীন্দনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রতিদিন দেশ ও বিদেশ (ভারত) হতে প্রচুর ৫ দর্শনার্থী শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী ভ্রমণ করেন। ফলে এই মহাসড়কের গুরত্বপুর্ণ অপরিসীম। উক্ত প্রেক্ষিতে বর্ণিত আঞ্চলিক মহাসড়কটি ৫.৪৩৫ র কিলোমিটার দৈর্ঘ্যে আলোচ্য প্রকল্প হতে মজবুতিকরণ, প্রশস্তকরণ ও সার্ফেসিং র সহ আনুষঙ্গিক কাজ করা করা হয়েছে। প্রকল্পটি কুষ্টিয়া সন্নিহিত এলাকার দূর্ঘটনা – হ্রাস ও যানজট নিরসনসহ নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক স্থাপনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে সময় ও অর্থ সাশ্রয় হবে । প্রকল্পটি বাস্তবায়নের ফলে কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি বর্তমান গৃহীত মহাসড়ক উন্নয়নের ধারাবাহিকতায় যোগ হল সফলতার আরও একটি নতুন মাত্রা। প্রকল্পের বিবরণে জানা যায় গুরত্বপুর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন (খুলনা জোন)। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ অধিদপ্তর প্রশাসনিক বিভাগ/মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রকল্পে কুষ্টিয়া অংশের ব্যয় টাঃ ১৯৫,৭৮,৬৩,৮৯৪.৫৯ মাত্র প্রকল্পে কুষ্টিয়ার অন্তর্ভূক্ত মহাসড়কের নাম ও নম্বর আহলাদিপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌড়হাস) মহাসড়ক চড়াইকোল-শিলাইদহ মহাসড়ক মহাসড়কের কাজের দৈর্ঘ্য ২৮.৫৫ কিলোমিটার ৫.৪৩৫ কিলোমিটার মহাসড়কের প্রসস্ত .৩০ + ২১.৫০ = ১০:৩ মিটার ৫.৫০ মিটার কালভার্টের সংখ্যাটি ৩১.০০ মিটার সড়ক বাঁধ নির্মাণ মাটির কাজ ৭.০০১ লক্ষ ঘনমিটার পেভমেন্ট মজবুতিকরণ ৩২.৯৩৬ কিলোমিটার সার্ফেসিং ৩৩.৪৮১ কিলোমিটার হার্ডসোল্ডার ২৬.১৫৪ কিলোমিটার ইন্টারসেকশন এর বিদ্যমান সড়ক ৪-লেনে উন্নীতকরণ ০৪টি কুষ্টিয়া অংশের সমাপ্ত করা হয়েছে ব ২০২০ সালের মার্চ মাসে। এ ব্যাপারে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের ব নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসি- না আজ সড়ক ও জনপথ বিভাগের অধিনে সারাদেশে উন্নয়নকৃত। আজ দেশব্যাপী ২ হাজার কিঃ মিঃ সড়কের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া সড়ক ও জনপদ এর ২টি সড়ক রয়েছে কুষ্টিয়া রাজবাড়ী কুমারখালী চড়াইকোল-শিলাইদহ ৩৪ কিলোমিটার সড়ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *